Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৩৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিটি সেল সূত্রে, প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া চলবে (১ ফেব্রুয়ারি) পর্যন্ত। এখন পর্যন্ত তিন ইউনিটে ১ হাজর ৯৯০ আসনের বিপরীতে ৩০৪টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪৫টি, ‘বি’ ইউনিটে ৩৮ ও ‘সি’ ইউনিটে ২১টি আসন ফাঁকা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, এবার গণবিজ্ঞপ্তি দেয়ার সম্ভাবনা খুবই কম। ফাঁকা আসন পূরণের লক্ষ্যে দ্রুতই পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে সামনের মেধাতালিকায় দূরবর্তী সিরিয়ালে থাকা শিক্ষার্থীরাও সাক্ষাৎকারের সুযোগ পাবে। যেসব শিক্ষার্থী সশরীরে উপস্থিত থাকবে, তাদের মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম বর্ষের ক্লাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ