Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাস ভেগাসে এল ক্লাসিকো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০১ এএম

তিন বছর পর আবার যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রাক-মৌসুমের এই টুর্নামেন্টে তাদের সঙ্গী হবে সেরি আর দল জুভেন্টাস। আগামী জুলাইয়ে তাদের যুক্তরাষ্ট্রে খেলার কথা গতপরশু বিবৃতিতে জানায় ক্লাব তিনটি। ‘সকার চ্যাম্পিয়ন্স ট্যুর’ নামের টুর্নামেন্টের উদ্বোধনী আসরে তাদের সঙ্গে অংশ নেবে মেক্সিকোর দুই দলও, ক্লাব আমেরিকা ও দেপোর্তিভো গুয়াদালাহারা। আগামী ২২ থেকে ৩০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, সান ফ্রান্সিসকো, ডালাস ও লস অ্যাঞ্জেলসে হবে পাঁচ দলের এই টুর্নামেন্ট।
২০১৯ সালের পর এই প্রথম মার্কিন মুলুকে খেলতে যাচ্ছে রিয়াল ও বার্সেলোনা। জুভেন্টাস সবশেষ সেখানে খেলেছিল ২০১৮ সালে। ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জিতেছে রিয়াল। শিরোপাশূন্য মৌসুমে লিগে দ্বিতীয় হয় বার্সেলোনা। চারে থেকে সেরি আ শেষ করে জুভেন্টাস।
ইউরোপিয়ান ফুটবলে গত বছরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি বির্তকিত সুপার লিগ। প্রস্তাবিত ‘বিদ্রোহী’ এই ক্লাব টুর্নামেন্টটির প্রতিষ্ঠাকালীন ১২ সদস্যের ৯টিই তিন দিনের মধ্যে সরে দাঁড়ালে ভেস্তে যায় এটির শুরুর প্রক্রিয়া। তবে ‘মৃতপ্রায়’ প্রতিযোগিতাটি এখনও আকড়ে ধরে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাস ভেগাসে এল ক্লাসিকো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ