Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাসেন তাণ্ডবে উড়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০০ এএম

কুইন্টন ডি কক চোট না পেলে তার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাই ছিল ক্ষীণ। ভাগ্যের জোরে পাওয়া সুযোগটা দুই হাতে লুফে নিলেন হেনরিখ ক্লাসেন। বিস্ফোরক ব্যাটিংয়ে উপহার দিলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ভারতকে উড়িয়ে সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। গতপরশু রাতে কটকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে টেম্বা বাভুমার দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে সফরকারীরা।
বারাবতী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৪৮ রান তুলতে পারে ভারত। অল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষকে শুরুতে চেপে ধরেছিল তারা। কিন্তু ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্যে পৌঁছে যায় ১০ বল বাকি থাকতে।
ডি কক হাতে চোট পাওয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ এই সংস্করণে খেলা ক্লাসেনকে কিপার-ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয় একাদশে। সুযোগটা কাজে লাগিয়ে দলের জয়ের নায়ক এখন তিনি। পাঁচে নেমে ৫ ছক্কা ও ৭ চারে ৪৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। টি-টোয়েন্টিতে তার আগের সেরা ছিল ৬৯। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানের সেরা ইনিংস এটি। আগের সেরা ছিল ডি ককের অপরাজিত ৭৯, বেঙ্গালুরুরে ২০১৯ সালে করেছিলেন এই কিপার-ব্যাটসম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লাসেন তাণ্ডবে উড়ে গেল ভারত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ