Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয় আঙিনায় ফিরতে পেরেই খুশি তাসকিন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

শুরুটা হয়েছিল ৯ জনকে নিয়ে। ধীরে ধীরে আগ্রহ বাড়ছে অনেকের। বর্তমানে বিসিবির তত্ত্বাবধানে দেশের চারটি ভেন্যুতে একযোগে অনুশীলন শুরু করেছেন ‘ওরা ১১ জন’। গতকাল প্রথমবার এলেন তাসকিন আহমদে। প্রিয় আঙিনায় একক অনুশীলন শুরু করেছেন তরুণ এই পেসার।
মন পড়ে ছিল মিরপুরে। কত দিন স্টেডিয়ামে যাওয়া হয় না। অবশেষে ফুরালো এই অপেক্ষা। তাইতো মাঠে রানিং শুরু করার চেয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে আসতে পারাটাকেই বড় করে দেখছেন ২৫ বছর বয়সী এই পেসার, ‘অনেক ভালো লাগছে। কারণ, এতদিন পরে স্টেডিয়ামে ঢুকতে পারলাম। অবশ্যই রানিং করে ভালো লাগছে কিন্তু এর চেয়েও বেশি ভালো লাগছে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি বলে। ড্রেসিং রুমে এতদিন পর ঢোকা...আসলেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। বাসায় থেকে যতটুকু পেরেছি অনুশীলন করেছি, কিন্তু মিরপুরে স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। আজকে যখন প্রায় ৫ মাস পর মিরপুর স্টেডিয়ামে ঢুকলাম খুব স্বস্তি লাগছে।’
ফিটনেস ধরে রাখতে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাসকিন। জিমে সময় কাটাচ্ছেন, বাসায় বোলিং অনুশীলন করছেন। কিন্তু এরপরও যেন হাঁপিয়ে উঠছেন। মাঠে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অনেকদিন খেলতে না পারা, ঘরে থাকা মানে...একঘেয়েমি চলে আসছিল। আমার কাজই খেলাধুলা কিন্তু আমি খেলতে পারছি না। অনেকেরই নিজেদের চাকরি শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে কিন্তু আমার খেলাই বন্ধ; তো অবশ্যই খারাপ লাগছে। যত দ্রুত খেলায় ফেরা যায় আর দেশে পরিস্থিতিও যেন ভালো হয় সেই কামনা করছি।’
তাদের তরফ থেকে যতটুকু পারছে করছে বিসিবি। তাই এমন সুযোগ পেয়ে বিসিবিকেও ধন্যবাদ দিতে ভোলেননি তরুন এই গতিতারকা, ‘অনুশীলনের সুযোগ করে দেওয়ার জন্য তো বিসিবিকে ধন্যবাদ দিতেই হয়। এর বাইরে ব্যক্তিগতভাবে বাসায় ফিটনেস নিয়ে কাজ করার জন্য যে যেমন চেয়েছে সাইকেল, ওয়েট সরঞ্জাম তাদের বাসায় পাঠানো হয়েছে। এটার জন্যও অসংখ্য ধন্যবাদ। এখন শুধু আমাদের সাবধানতা মেনে চলা দরকার। আমি নিশ্চিত সবাই এটা করছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাসকিন

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ