Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় আর্থিক সংকটে থাকা শিল্পী কলা-কুশলীদের সিসিকের সহায়তা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৬:৫১ পিএম

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পী ও কলা-কুশলীদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ বুধবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারণ রিলিফ (জিআর-নগদ) এর আওতায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ আর্থিক সহায়তা সুবিধাভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। কারোনাকালীন পরিস্থিতিতে সাংস্কৃতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শিল্পী-কলাকুশলীরা। এ অবস্থায় সিলেটের ১০০ জন শিল্পী-কলাকুশলীদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা হারে প্রদান করা হয়েছে। এ সহায়তা প্রদানের সময় নগরভবনে উপস্থিত ছিলেন, সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম-সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিক’র নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিক

৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ