Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে সংসদ সদস্যের হাতে ৩ ফেনসিডিল ব্যবসায়ী আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ২:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল নিজেই ফেনসিডিলসহ তিন যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙ্গা ব্রীজ এলাকায়। আটকরা হচ্ছে- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ বাবলাবোনা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মরফুল আলম (৪৪), সদর উপজেলার মহারাজপুর ডুগুপাড়া গ্রামের এম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪) ও সদর উপজেলার মহারাজপুর শেখপাড়া গ্রামের এমরাজ শেখের ছেলে ইব্রাহিম হোসেন (২৮)। এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) রাতে শিবগঞ্জ থানার এসআই আবদুল বারিক বাদি হয়ে ৫ জনের নামে একটি মামলা (মামলা নং-৫৭/৪২৮, তারিখ-২১-০৭-২০২০) দায়ের করেন। বুধবার (২২ জুলাই) দুপুরে আটক তিন যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলার চককীর্তি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের অধীনে বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন শেষে ফেরার পথে ভাঙ্গাব্রীজ এলাকায় আমার গাড়ির সাইরনের শব্দ শুনে চার যুবক ফেনসিডিলসহ অটোযোগে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে ১১ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ