Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ল্যাপটপ, শার্ট চুরি!

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েরকটা দিন। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ মানেটাই বুঝি হারাতে বসেছে রিও অলিম্পিকে। নিরাপত্তা শঙ্কা বেড়েই চলছে ব্রাজিলে, জঙ্গি হামলার অশঙ্কা, জিকা ভাইরাস ও রাজনৈতিক সমস্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চুরি, ছিনতাইও! এমনিতেই বাজে পরিবেশের দোহাই দিয়ে ভিলেজ পরিত্যাগ করার হুঁশিয়ারী দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। সেই দলটিই কিনা শিকার হয়েছে চুরির! গেলপরশু অজিদের আবাসস্থল থেকে খোয়া গেছে ল্যাপটপ ও শার্ট। বর্তমানে ভিলেজের যে ভবনে থাকছে অস্ট্রেলিয়া দল, সেটির নিচ তলায় আগুন লেগেছিল। ফলে অস্ট্রেলিয়ার অ্যাথলেটসহ অন্যদেরকে রুম থেকে সরিয়ে নেয়া হয়েছিল। সেই সময় তাদের ল্যাপটপ ও শার্ট চুরি হয়েছে। জানা গেছে, জিকা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করা তিন-চারটি শার্ট চুরি করা হয়েছে। অস্ট্রেলিয়া দলের একজন সেটা দেখেছিলেন। কিন্তু ভেবেছিলেন তারা অগ্নি-নির্বাপক বাহিনীর সদস্য। ওই সদস্য বলেন, ‘আমি দেখলাম তিনজন কর্মী আমাদের দলের শার্ট নিয়ে যাচ্ছে। আমি জানি না আসলে তারা কারা ছিলেন। আমি জানতাম না যে তারা স্বেচ্ছাসেবক কিনা।’ এর বাইরে এক কর্মকর্তার ল্যাপটপ চুরি হয়েছে বলে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাপটপ

১৯ আগস্ট, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ