Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ এখন বাংলাদেশের বাজারে। এটি তৈরি করেছে এইচপি। স্পেক্টর ১৩ সিরিজের ল্যাপটপটি দুইটি মডেলে পাওয়া যচ্ছে। মডেলগুলো হচ্ছে এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ এবং এইচপি স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ। এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ মডেল এর ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই ফাইভ ৬২০০ ইউ প্রসেসর, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ। অন্যদিকে এইচপি স্পেক্টর ১৩-ভি ০১৮ টিইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন ৬৫০০ ইউ প্রসেসর এবং ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভ। ২টি মডেলেই রয়েছে ৮জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ১৩.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং জেনুইন উইন্ডোজ ১০। ল্যাপটপটি দুইটির পুরুত্ব মাত্র ১০.৪ মিলিমিটার এবং ওজন ১.১ কেজি। দুটি ল্যাপটপই কালো এবং কপারের রঙে আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টারসহ সারাদেশের সকল আইটি মার্কেটে পাওয়া যাচ্ছে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ এর খুচরা মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা। স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ এর খুচরা মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।

য় আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ