Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিল কলেজে ছাত্রীদের মাঝে ল্যাপটপ প্রদান

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : চাটখিল মহিলা কলেজের কৃতী ছাত্রীদের ল্যাপটপ ও শিক্ষকদেরকে সম্মাননা ক্রেস্ট আইফোন প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও কলেজের গভর্নিংবডির সভাপতি এ্যাকটিভ গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সাইফুল ইসলাম শিপনের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজ গভর্নিংবডির সদস্য বজলুর রহমান লিটন ভিপি, উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, প্রভাষক মফিজুল আলম, তারেকুর রহমান, শামীমা আক্তার, নাসিমা আফরোজ প্রমুখ।
সভায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, পৃথিবীর কোনো আলো নেই, কালে কালে আলোকিত মানুষরাই পৃথিবীকে আলোকিত করে। তাই তোমরা হবে আগামী প্রজন্মের আলোকিত সন্তান। সভা শেষে উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান এ্যাকটিভ গ্রæপের এ্যাকটিভ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে কলেজের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন ছাত্রীকে ৫টি ল্যাপটপ ও ৪ জন শিক্ষকের মাঝে ৪টি আইফোন ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাটখিল কলেজে ছাত্রীদের মাঝে ল্যাপটপ প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ