নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিওনেল মেসি চুক্তি নবায়ন করতে রাজি হননি এখনো। বার্সেলোনা যেভাবে চলছে, সেটা পছন্দ হচ্ছে না তার। যার ওপরে ক্ষোভ, সেই হোসে বার্তোমেউ আবার আশা প্রকাশ করেছেন বার্সেলোনাতেই থাকবেন মেসি। সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা অবশ্য এতটা আশাবাদী নন। তার মনে কু-ডাক দিচ্ছে, মেসি ক্লাব ছাড়তেও পারেন!
২০২১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ মেসি। মাত্র এক বছর বাকি আছে, এমন অবস্থাতে যেকোনো ম‚ল্যে নতুন চুক্তি করতে চায় বার্সেলোনা। কিন্তু দলবদল, ক্লাব পরিচালনা ও বোর্ডের আচরণ মিলিয়েক্ষুব্ধ মেসি আগে পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষায় আছেন। সাবেক সভাপতি লাপোর্তার ধারণা, বর্তমান বোর্ডের আচরণ না বদলালে মেসি ক্লাব ছাড়তে পারেন। গতকাল এ ব্যাপারে লাপোর্তা বলেন, ‘আমি আশা করি ২০২১ সালেও মেসি থাকবে। কিন্তু বোর্ডের একটা বাজে সিদ্ধান্তেই দেখা যাবে অপরিবর্তনীয় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে (মেসি)। এটা বার্সাগেট নয় (মেসিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কেলেঙ্কারি), এটাকে বার্তোগেট বলা উচিত। যেভাবে ক্লাবের অবস্থানকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, আমি খুব চিন্তায় আছি।’
মেসি, পিকে ও পেপ গার্দিওলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করা ও বর্তমান সভাপতি বার্তোমেউর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ক্লাবের একাডেমির অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে। এছাড়া ক্লাবের কোচ ভালভার্দেকে বরখাস্ত করা ও দলবদলে মেসিদের পছন্দকে গুরুত্ব না দেওয়াতে ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয়েছে। এর পর আবার করোনাকালে খেলোয়াড়রা বেতন কমাতে চান না বলে গুজব ছড়িইয়ে দিয়েছিল ক্লাবের একটি অংশ। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি-সুয়ারেজরা। সব মিলিয়ে বর্তমান বোর্ডের সঙ্গে আর সম্পর্ক দীর্ঘায়িত না করার সম্ভাবনা ভেবে দেখছেন মেসি।
লাপোর্তা চাইছেন আগামী নির্বাচনে বোর্ড সভাপতি হয়ে ক্লাবকে এই বিপদ থেকে উদ্ধার করতে। ওদিকে বর্তমান বোর্ড চাইছে ক্লাব কিংবদন্তি জাভিকে কোচ করে এনে সব সমস্যার সমাধান করতে। তবে লাপোর্তা সাবেক মিডফিল্ডারকে বলছেন এতে রাজি না হতে, ‘আমি জাভি হলে, এই বোর্ডের সঙ্গে কাজ করতে ফিরতাম না। প্রতিদিন আমার নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা বাড়ছে। তবে কিছু নিরেট ভিত্তি দরকার যার ওপর নির্ভর করে আমি নির্বাচনে অংশ নিতে পারি। না হলে আরও কয়েক বছর অপেক্ষায় থাকব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।