Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনকাউন্টারে ৬ নাগা নিহত অরুণাচলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে কথিত ‘এনকাউন্টারে’ ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড’র (এনএসসিএন) ছয় সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের এক জওয়ানও। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অরুণাচল প্রদেশের খোঁসা এলাকায় এই ‘এনকাউন্টার’ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। নিহত ছয়জন এনএসসিএনের ইসাক সু ও টি মুইবাহ গ্রুপের সদস্য। মাওবাদে উদ্বুদ্ধ এই সংগঠন ভারতের অরুণাচল, নাগাল্যান্ড, মনিপুর, আসাম ও মিয়ানমারের সাগাইং অঞ্চলে সক্রিয়। নাগা জনগোষ্ঠীকে নিয়ে সার্বভৌম ‘নাগালিম’ গঠনই এই সংগঠনের মূল লক্ষ্য। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুই যুগেরও বেশি সময় ধরে নাগাল্যান্ডের জন্য পৃথক পতাকা আর স্বতন্ত্র সংবিধান দাবি করে আসছে সংগঠনটি। এ নিয়ে কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর সঙ্গে তাদের কয়েকবার আলোচনা হলেও পরে তা থমকে যায়। এ আলোচনা গত বছরের শেষদিকে ফের শুরু করে ভারত সরকার। সেই আলোচনার পর এনএসসিএন বলেছিল, স্বাধীনতা-সার্বভৌমত্বের দাবি তারা ছাড়লেও পৃথক পতাকার দাবি ছাড়বে না। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ