Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী মাসেই সিপিএল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ১২:০০ এএম

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনে স্থানীয় সরকার থেকে অনুমোদন পেয়েছে টুর্নামেন্ট আয়োজকরা। আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর। করোনাভাইরাস পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে নেওয়া হয়েছে বিশাল পরিকল্পনা। সেমি-ফাইনাল ও ফাইনাল সহ মোট ৩৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি স্টেডিয়ামে দর্শকশ‚ন্য মাঠে হবে সবগুলি ম্যাচ।
নানা নিয়মের মধ্য দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উদ্দেশে বিমানে চড়ার আগেই ছয় ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট আয়োজক এবং সম্পৃক্ত সবাইকে দুই সপ্তাহের জন্য সেলফ-আইসোলেশনে থাকতে হবে। সেখানে পৌঁছার পর আইসোলেশনে থাকতে হবে আরও দুই সপ্তাহ। পৌঁছানোর পর সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। এক সপ্তাহ ও দুই সপ্তাহ পর পরীক্ষা হবে আরও দুবার। ছয় দলের সবাই থাকবেন একটি হোটেলে। জীবাণুমুক্ত পরিবেশ হলেও প্রতি দলের ক্রিকেটারদের ছোট ছোট গ্রæপে ভাগ করা হবে। টুর্নামেন্ট শুরুর আগে কিংবা চলাকালীন যদি কোনো গ্রæপের একজন পজিটিভ হন, পুরো গ্রæপকেই থাকবে হবে সেলফ-আইসোলেশনে।
গত মার্চের শেষ ভাগ থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ। সিপিএল দিয়েই উঠে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। সতর্ক ব্যবস্থাপনার কারণে সেখানে করোনাভাইরাস পরিস্থিতি এখনও যথেষ্ট নিয়ন্ত্রিত। সেখানকার স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ৯ জুলাই পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন কেবল ১৩৩ জন, মৃত্যু হয়েছে ৮ জনের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিপিএল

৩০ সেপ্টেম্বর, ২০২২
১১ জুলাই, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ