নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : প্রথম ৪ ম্যাচে বলার মতো পারফর্ম করতে পারেননি। সেই অতৃপ্তিই যেনো একটু বেশি তাতিয়ে দিয়েছে সাকিবকে। গায়ানা আমাজনের বিপক্ষে গত ১৫ জুলাই সাবিনা পার্কে ম্যাচ উইনিং পারফরমেন্সের (১/২০ ও নট আউট ৫৪) পর গতপরশু সেই একই ভেন্যুতে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিওটসের বিপক্ষে ও অল রাউন্ড পারফরমেন্স (৩৪ নট আউট ও ২/২)! হোমে জ্যামাইকা তালওয়াশের উপর্যুপরি ২ ম্যাচে স্বাগতিক সমর্থকরা দেখল ‘সাকিব শো’! টি-২০’র বিশ্বসেরা অল রাউন্ডারের এমন নৈপূণ্যে উপর্যুপরি ২ ম্যাচে বড় ২টি জয়ও পেল জ্যামাইকা তালওয়াশ (গায়ানা আমাজনের বিপক্ষে ৫ উইকেটে, সেন্ট কিটস এন্ড নেভিসের ১০৮ রানে জয়)। এমন পারফরমেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার হাতছানি এখন সাকিবের জ্যামাইকার।
আগের ম্যাচে স্কোরশিটে ২ উঠতে ৪ উইকেট হারানো জ্যামাইকাকে টেনে তুলেছেন একাই, জিতিয়েছেন অবিশ্বাস্য ম্যাচে সাকিব। সেই ব্যাটিংই উদ্বুদ্ধ করেছে বাংলাদেশ সেনশেসনকে। ওপেনিংয়ে ফিরে জ্বলে ওঠেনি গেইলের ব্যাট (১)। তবে স্কোরশিটে ২০ উঠতে ২ টপ অর্ডারকে হারানো জ্যামাইকাকে বড় স্কোডের স্বপ্ন দেখিয়েছেন সাঙ্গাকারা* (৪৭ বলে ৬৫), রিকার্ডো পাওয়েল (২৩ বলে ৩৫)। শ্লগে ব্যাটিংয়ের সুযোগকে কাজে লাগিয়ে (১৭ বলে ৫ চার ১ ছক্কায় ৩৪) প্রতিপক্ষকে রান পাহাড়ে চাপা দেয়ার (১৮৩/৬) দায়িত্বটা পালন করেছেন সাকিব।
১৭তম ওভারে ব্যাট করতে নেমে কার্টারকে সিঙ্গল দিয়ে শুরু তার ইনিংস। ওই কার্টারকে পরের মোকাবেলায় ফাইন লেগ দিয়ে মেরেছেন বাউন্ডারি। ১৮তম ওভারে কটরেলকে মেরেছেন ২টি বাউন্ডারি। ১৯তম ওভারে যোশেফের শেষ ২ বলে মেরেছেন চার,ছক্কা! যার মধ্যে লং অনের উপর দিয়ে ছক্কাটি ছিল বিশাল। ৬ষ্ঠ জুটিতে ১৬ বলে ৩৯ রানের মধ্যে সাকিবের রান ২৯!
ব্যাটিংয়ে উপর্যুপরি দ্বিতীয় ইনিংসে জাত চেনানো সাকিব বোলিংয়েও পেয়েছেন ছন্দ। ম্যাজিকাল ফিগার ২-০-২-২! স্পেল দু’টিও কাকতালীয়, ১-০-১-১ ও ১-০-১-১! ১২ তম ওভারে বোলিংয়ের দায়িত্ব পেয়ে ব্রæকসকে দিয়েছেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফিরিয়ে, ১৫তম ওভারে এঙ্গেল ডেলিভারীতে সামসিকে করেছেন বোল্ড। তবে এমন অল রাউন্ড পারফরমেন্সের পরও ম্যাচ সেরার পুরস্কারে হননি বিবেচ্য সাকিব। টীমমেট সাঙ্গাকারা ৬৫ রানের সুবাদে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। আজ একই ভেন্যুতে ত্রিনিবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের জ্যামাইকা তালওয়াশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।