নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : হেড কোচ হাতুরুসিংহের সঙ্গে বিবাদে জড়িয়ে ২০১৪ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলা হয়নি সাকিব আল হাসানের। বিসিবি থেকে অনাপত্তিপত্র সঙ্গে না নেয়ায় স্ত্রী শিশিরকে সঙ্গে নিয়ে সফরের মাঝপথে লন্ডন থেকে ফিরে আসতে হয়েছে সাকিবকে বিসিবির নির্দেশে। ওই ঘটনায় ঘরোয়া, আন্তর্জাতিক এবং বিদেশের ক্রিকেট লীগ থেকে সাময়িক নিষেধাজ্ঞাদেশ পেতে হয়েছে সাকিবকে। পরবর্তীতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনায় সাকিব ফিরেছেন সব ধরনের ক্রিকেটে। গত বছর সিপিএলে বিক্রি হয়ে খেলতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক সূচি ব্যস্ত থাকায়। ২ বছর পর সিপিএলে খেলতে এখন উদগ্রীব সাকিব। গত ফেব্রুয়ারিতে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছেন সাকিব জ্যামাইকা তালওয়ালসে। পাচ্ছেন টিমমেট হিসেবে কে কে আর এর সতীর্থ পেস অল রাউন্ডার আন্দ্রে রাসেলকে, টি-২০ সেনসেশন ক্রিস গেইল, শ্রীলংকার সাবেক ক্রিকেটার সাঙ্গাকারা এবং দ. আফ্রিকার পেস বোলার ডেল স্টেইনকে। এমন এক দলের হয়ে প্রথম ম্যাচ থেকেই সিপিএলে দেখা যাবে সাকিবকে। আগামী ২ জুলাই সেন্ট কিটস এন্ড সেন্ট নেভিস প্যাট্রিওটসের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই জ্যামাইকা তালওয়ালস পাচ্ছে সাকিবকে। সিপিএলে খেলতে ইতোমধ্যেই বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন সাকিব। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।