Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে স্বর্ণালঙ্কারসহ ৫ চোরাকারবারি আটক

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৯:৪৯ পিএম

ঢাকার ধামরাইয়ে চোরাচালানকালে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ ইসলামপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে বছির, নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকার আলীমের ছেলে দিদার হোসেন, ঢাকার ধামরাইয়ের পটল এলাকার জয়নাল আবেদীনের ছেলে রুবেল হোসেন, ধামরাই উপজেলার পটল এলাকার আব্দুর রহিমের কামাল হোসেন, গোপালগঞ্জের চর মানিকদিয়া গ্রামের শেখ আব্দুল মান্নানের ছেলে কামরুজ্জামান অপু। 

পুলিশ জানায়, গভীর রাতে সাভার সার্কেলের এ এসপি শহিদুল ইসলাম থানার ওসি অপরেশন ও এসআই রিপন আহম্মেদ ধামরাই বাজারে টহল দেয়ার সময় একটি প্রাইভেট কার এ তল্লাশি করাকালে গাড়িতে থাকা দিদার-১ ও দিদার-২ ও ড্রাইভারের জিজ্ঞাসাবাদ করলে তার সঠিক উত্তর দিতে পারেনি। এক পরযায়ে তারা স্বর্ণের কারবারের বিষয়টি বলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পটল গ্রামের রুবেলকে আটক করে। পরে অভিযান চালিয়ে বছিরকে আটক করে। এসময় তার কাছ থেকে ১২টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের ব্রেসলেট, স্বর্ণের আংটি ২টি, রেডমি নোট-৮ মডেলের ১টি মোবাইল ফোন, এক্সসিলভার কালার প্রাইভেট কার আটক করা হয়। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক সাহা বলেন, রাতে অভিযান চালিয়ে ৫ চোরাকারবারিকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ