নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলতি লা লিগায় সতীর্থকে দিয়ে আরেকটি গোল করাতে পারলেই প্রতিযোগিতাটির ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করবেন লিওনেল মেসি। মার্কার তথ্য মতে, আসরে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড মেসিরই সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেসের। সাবেক এই তারকা মিডফিল্ডার ২০০৮-০৯ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন। পাশাপাশি সেবার ছয়টি গোলও করেছিলেন তিনি।
ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার বার্সেলোনার ৪-১ ব্যবধানের জয়ে দুটি গোলে ছিল মেসির অবদান। সব মিলে এখন পর্যন্ত এবারের লিগে ১৯ বার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন বার্সেলোনা অধিনায়ক। এবার ২৯ ম্যাচে এই সংখ্যক অ্যাসিস্ট করিয়েছেন মেসি, পাশাপাশি সর্বোচ্চ ২২ গোলও তার। পিচিচি ট্রফির দৌড়ে তার চেয়ে ৫ গোল কম করে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।