Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফের প্রশংসনীয় উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৬:২১ পিএম

অনেক দেরীতে হলেও একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর তা হলো, দেশ স্বাধীনের পর ১৯৭৩ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সব আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ও গোলদাতাদের নামের তালিকা তৈরী করা। যার খসড়া ইতোমধ্যে তৈরী করে রেখেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। এ ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সহায়তা নিলেও বাফুফে চাইছে একটি নির্ভূল তালিকা তৈরী করতে। যে কারণে তারা দেশের ফুটবল সংশ্লিষ্টদের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে। এ প্রসঙ্গে বুধবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,‘এটা হবে দেশের ফুটবলের জন্য একটি দলিল। যে দলিলে থাকবে বাফুফে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের সব আন্তর্জাতিক ম্যাচের ভেন্যূ, প্রতিযোগিতা, ফলাফল ও গোলদাতাদের নাম।’ তিনি যোগ করেন,‘আমরা চাইছি একটি নির্ভূল তালিকা তৈরী করতে। যা হাতে পেয়ে আমাদের ভবিষ্যত প্রজন্ম দেশের ফুটবলের অতীত সম্পর্কে জানতে পারবে। ইতোমধ্যে বাফুফে একটি খসড়া তৈরী করলেও যা চুড়ান্ত করতে আরো নির্ভূল তথ্যের প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে দেশের সব ক্রীড়া সাংবাদিকসহ ফুটবল সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি আমরা।’



 

Show all comments
  • এস,এম শিমুল হুসাইন ১১ জুলাই, ২০২০, ১০:৫৫ পিএম says : 0
    আমার মনে হচ্ছে বাফুফে একটি ভালো কাজ করতে যাচ্ছে।আশা এটা একটি মহাহোত উদ্দোগ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফে

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ