Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ সামাজিক পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্পেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০১ এএম

স্পেনজুড়ে মহামারি কোভিড-১৯ পরবর্তী সংকট মোকাবেলায় যৌথ সামাজিক পুনর্গঠনের দাবিতে হাজার হাজার লোক সমাবেশ ও মিছিল করেছে। করোনাভাইরাসজনিত সংকট শুরুর পর দেশটিতে এটি সবচেয়ে বড়ো সমাবেশ ও বিক্ষোভ। ওয়ার্কার্স কমিশন ও ইউজিটি ইউনিয়ন আয়োজিত এই সমাবেশ শনিবার দিনব্যাপী ৬০টি শহর ও নগরে অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার লোক অংশ নেয় বলে আয়োজকরা জানান। তবে নির্দিষ্ট কোন সংখ্যা তারা উল্লেখ করেননি। তাদের দাবি মহামারি করোনার কারণে ক্ষতির মুখে পড়া স্পেনের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে দরকার যৌথ উদ্যোগ। মাদ্রিদে ইউজিটি’র প্রধান পিপি আলভারেজ বলেন, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। এই মহামারি যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সে লক্ষ্যে আমাদেও জাতীয় সমঝোতা দরকার। একজন বিক্ষোভকারী বলেন, আমরা কেবল তখনই এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো যখন কাউকে পেছনে না ফেলে আমরা এগিয়ে যেতে পারবো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ