মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘২০০৫-২০০৬ সালে চীনা দূতাবাসের কাছ থেকে আর্থিক অনুদান পেয়েছে রাজীব গান্ধী ফাউন্ডেশন।’ গত শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা যেন বোমা ফেলেছেন। গেরুয়া শিবিরের এই অভিযোগেই এখন জাতীয় রাজনীতি তোলপাড়।
কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপি ‘অর্ধসত্য’ বলছে। কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা আসলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। বর্তমান সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন।
চিদম্বরমের পাল্টা দাবি, বিজেপি জনসমক্ষে যে তথ্য পেশ করছে, তা ‘অর্ধসত্য’। তিনি বলছেন, ‘রাজীব গান্ধী ফাউন্ডেশনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান এসেছে। তবে সেটা সুনামি মোকাবিলার জন্য। আমাদের কাছে সেই অনুদানের প্রতিটি পয়সার হিসেব আছে। তাছাড়া ওই টাকা সঠিক কাজেই ব্যবহৃত হয়েছে, সে প্রমাণও আছে।’ সত্যটা হচ্ছে ১৫ বছর আগের চীনা অনুদানের প্রসঙ্গ টেনে আসলে বিজেপি নজর ঘোরাতে চাইছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।