Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১২:০১ এএম

কড়িকান্দি-মজিদপুর সড়কের বেহাল অবস্থা

কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি-মজিদপুর সড়কের বেহাল অবস্থা। ফলে জনসাধারণকে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কের পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো কাঁদা পানিতে ভরে যায়। ফলে পাহাড়সম গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এসব গর্তের কারণে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ দিতে হচ্ছে যাত্রীদের। এই সড়কে রয়েছে- মজিদপুর উচ্চ বিদ্যালয়, মজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা, বেসরকারি আয়শা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজ, সরকারি হাসপাতাল, কৃষি অফিস, পোস্ট অফিস ও একটি বাজার। এছাড়াও এই সড়ক দিয়ে যাতায়ত করে মজিদপুর, কাকিয়াখালি, মোহনপুর, বালুয়াকান্দি ও শাহপুর গ্রামের একাংশসহ পাঁচ গ্রামের প্রায় পনেরো হাজার মানুষ। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্কুলে পড়ুয়া শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রোগী নিয়ে উপজেলা সদরে যেতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার করে কোমলমতি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এম এ রহমান,
গৌরীপুর, কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন