Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার মুজিবুল হকের ইন্তেকালে ফেনী ও ছাগলনাইয়া জমিয়াতুল মোদার্রেছীন শোক

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৬:০৪ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফেনীর ছাগলনাইয়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও ইসলামনগর তামিরে মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মজিবুল হকের (৫৫) মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন। আজ শনিবার এক শোক বার্তায় জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোছাইন আহাম্মদ ভূঁইয়া এবং ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি ও নিজপানুয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ইউনূছ মাওলানা মুজিবুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সমস্ত গুনা ক্ষমা করে তাঁকে জানাতুল ফেরদাউস নছিব করেন এ কামনা করেন। উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাওলানা মুজিবুল হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন দুপুর সাড়ে এগারটায় জানাজা শেষে মরহুমের লাশ পরশুরাম উপজেলার আহমদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ১ছেলেসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ