Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু ভাইরাস মুক্ত করণে সচেতন ও উদ্ভুদ্ধ করার লক্ষ্যে সর্বত্র জমিয়াতুল মোদার্রেছীনের দায়ীত্বশীল নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ৯:৩০ পিএম

ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা নিধনে ও সর্বত্র পরিচ্ছন্নতা নিশ্চিত করণের লক্ষ্যে গত কাল দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং কমিটি ও ঢাকা মহানগরীর উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ্রের সমন্বয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর সভাপতিত্বে ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশের প্রায় সকল স্থানেই এডিস মশার উপদ্রপ বিধায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে । এর প্রধান কারন জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন পরিবেশ। দেশের মানুষের এমন দুর্দিনে নিশ্চয়ই সকলের পাশে আমাদের দাড়ানো প্রয়োজন এবং যাতে মফস্বল থেকে শুরু করে মহানগরী পর্যন্ত সকল স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত হয় সেজন্য সরকার কতৃক নির্ধারিত প্রতিষ্ঠানসমূহকে সকলের সর্বাত্মক সহযোগিতা করা উচিৎ। সভায় নেতৃবৃন্দ ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু ভাইরাস মুক্ত করার লক্ষ্যে সর্ব সাধারণ এবং দায়ীত্বশীলদের সচেতন ও উদ্ভুদ্ধ করণের জন্য ঢাকা মহানগরীকে ৮টি জোনে বিভক্ত করে প্রত্যেক জোনের জন্য একজন করে দায়ীত্বশীল নিয়োগ দেন। সব শেষে এ ভাইরাসে আক্রান্তদের জন্য ও দেশের সকল জণগণের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাকের দরবারে দুয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ