গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় স্ত্রী তালাক দেওয়ায় আলামিন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে রূপনগর ১৯/৩ নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আলামিনের বাড়ি নেত্রকোনা বারহাট্টা উপজেলায়। বাবার নাম মো. আকবর আলী।
রূপনগর থানার এসআই সুমন বণিক জানান, গত তিনমাস পূর্বে আলামিন গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায় একটি মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর মেয়েটি তাকে তালাক দিয়ে চলে যান। এরপর তিনি ঢাকায় চলে আসেন।
অধিকাংশ সময় আলামিন মানসিক অবসাদে ভুগতেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকে আজ তিনি ঘরে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।