Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সম্ভ্রম বাঁচালেও কিশোরীকে বাঁচতে দিলো না বর্বররা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০১ এএম

দুজনের যৌন লালসার হাত থেকে নিজেকে বাঁচাতে বাধা দিয়েছিল কিশোরী। ভারতের ছত্তীসগড়ের বেমেতারা জেলার এক কিশোরীর কাছ থেকে এমন প্রতিরোধ সহ্য হয়নি বর্বরদের। ক্ষুব্ধ হয়ে বর্বররা ওই কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয়। নিজের সম্ভ্রম রক্ষার জন্য শেষ পর্যন্ত আগুনে পুড়ে মরতে হলো ছত্তীসগড়ের বেমেতারা জেলার ওই কিশোরীকে। ঘটনার প্রাথমিক তদন্তের পর ছত্তীসগড় পুলিশ বুধবার জানিয়েছে, এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তের একজন কিশোর। জানা গেছে, বেমেতারার দধি থানার অন্তর্গত অখ্যাত এক গ্রামে ২২ জুন আগুন দেওয়া হয়েছিল কিশোরীর গায়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল রায়পুরের এক হাসপাতালে। ২৪ জুন বুধবার ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বেমেতারার কিশোরী। বেমেতারার অতিরিক্ত পুলিশ সুপার বিমল বাইস জানান, এ ঘটনায় অভিযুক্তদের এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ আটকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষ হলেই পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে। পুলিশ সুপার জানান, দুই অভিযুক্তের একজনের বয়স ২২ বছর এবং অন্যজনের গোঁফের রেখাও বের হয়নি। তার বয়স মাত্র ১৩ বছর। এই দুজনে সোমবার ২২ জুন ওই কিশোরীকে গ্রামের মধ্যে নিরিবিলি এক জায়গায় ধর্ষণের চেষ্টা করে। এইসময়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ