Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাশকতা মামলায় কুষ্টিয়ায় যুবদল নেতা বিপ্লব আটক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১০:২৪ এএম

কুষ্টিয়া সদর থানার একটি নাশকতা মামলায় আসামী হওয়ার পর থেকে পলাতক ছিল কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব। গতকাল মঙ্গলবার তাকে ওই মামলায় আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড়ে নাশকতার উদ্দেশ্যে অবস্থান করা কয়েকজনকে আটক করেছিলো কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ সময় অন্য আসামীরা পালিয়ে গিয়েছিলো। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় ওই দিনই একটি মামলা দায়ের হয়। যার মামলা নম্বর-১৪। ওই মামলার পলাতক আসামীদের একজন যুবদল নেতা বিপ্লব। নাশকতা মামলার পলাতক আসামী গ্রেফতারে গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানার এসআই মনির উদ্দিন দুপুর আড়াইটার দিকে আইলচারা বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা বিপ্লবকে আটক করে। এদিকে পুলিশের দাবী করা এ ঘটনাকে মিথ্যা ও হয়রানি মামলা উল্লেখ করে জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ