Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০১ এএম

মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক কমানো হোক

করোনা ভাইরাসের মহামারি সময় যখন মোবাইলে কথাবার্তা, যোগাযোগ ও ইন্টানেট নির্ভরতা বাড়ছে, সেই সময়ে গ্রাহকদের জন্য বয়ে এলো দুঃসংবাদ। কারণ মোবাইল সেবার উপর কর বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রী ২০২০-২১ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন তাতে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে গেছে। দেশে তো দিন দিন মোবাইল ফোনের গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রধান ৪টি মোবাইল ফোনের অপারেটর রয়েছে। এই অপারেটরগুলোর সর্বশেষ গত মার্চের হিসাব অনুযায়ী, মোট গ্রাহক সংখ্যা ১৬ কেটি ৫৩ লাখ ৩৭ হাজার। এদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন ১০ কোটির মতো গ্রাহক। দেশ যখন ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে। তখন দেশের ইন্টানেটের সেবার উপর আরো বেশি কর বৃদ্ধি করা হলো। সেটি দেশের জন্য কল্যাণজনক হবে না। মোবাইল ফোনের সেবা দেশের প্রায় সকল মানুষই নিয়ে থাকে। তাই দেশের মানুষের কথা চিন্তা করে, মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে আরো কমানো উচিত। দেশে যখন করোনা ভাইরাসের কারণে মানুষের জনজীবন দুর্বিসহ। সেই সময়ে মোবাইল সেবার উপর সম্পূরক বাড়ানো একটি ডিজিটাল উন্নয়নশীল দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মনে হয় না।
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন