মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় ভূখন্ডে চীনা সেনা ঢুকতেই পারেনি বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে গতকাল সর্বদলীয় বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ভারতীয় ভূখন্ডে চীনা অনুপ্রবেশ হয়নি, কোনও সেনা চৌকিও দখল হয়নি।
একইসঙ্গে মোদি বলেছেন, ‘আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু ভারত মাতাকে যারা এই স্পর্ধা দেখিয়েছে, তাদের উচিত শিক্ষা দেয়া হয়েছে’। নমো আরও বলেন, দেশকে রক্ষা করার জন্য যা যা করার দরকার, তা করছে ভারতীয় সেনা।
জানা যাচ্ছে, সর্বদল বৈঠকে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে, এ ব্যাপারে কোনও গোয়েন্দা তথ্য ছিল কিনা? সামরিক গোয়েন্দা সূত্রে থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ নিয়ে সরকারকে কিছু জানানো হয়নি? সরকার কি গোয়েন্দা ব্যর্থতা হিসেবে মনে করছে?’
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, সর্বদল বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চীনে গণতন্ত্র নেই, ওখানে একনায়কতন্ত্র। ওরা যেটা মনে করবে, সেটাই করতে পারে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভারত জিতবে, চীন হারবে। আমরা সরকারের সঙ্গে রয়েছি’। মমতা আরও বলেছেন, ‘টেলিকম, রেল, বিমানে চীনকে ঢুকতে দেবেন না’।
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার বলেন, ‘চীনের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। আমরা সকলে একসঙ্গে রয়েছি। ভারতীয় বাজারে বহু চীনা পণ্য রয়েছে। এটা সমস্যা। চীনা পণ্য অধিকাংশটাই প্লাস্টিক, যা পরিবেশবান্ধব নয়। এ সময় কেন্দ্রের পাশে থাকা আমাদের কর্তব্য”।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি প্রধান কনরাড সাংমা বলেছেন, ‘সীমান্ত লাগোয়া নির্মাণ কাজ বন্ধ করা যাবে না। মিয়ানমার ও বাংলাদেশে চীনা মদদে কার্যকলাপ চিন্তার’। ডিএমকের স্ট্যালিন বলেন, ‘দেশের জন্য আমরা সকলে একসঙ্গে রয়েছি’। বিজেডি-র পিনাকি মিশ্র বলেছেন, ‘চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। যা সিদ্ধান্ত নেয়া হবে, সরকারকে সমর্থন করবে বিজেডি’। অন্যদিকে, পঞ্চশিল চুক্তির নীতির উপর জোর দিয়েছেন সীতারাম ইয়েচুরী।
সর্বদল বৈঠকে যোগ দিয়েছিল বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এআইডিএমকে, ডিএমকে, টিআরএস, জেডিইউ, বিজেডি, এলজেপি, বসপা, সপা, শিবসেনা, এনসিপি-সহ বিরোধী দলগুলি। এদিনের সর্বদল বৈঠকে তাদের ডাকা হয়নি বলে দাবি করেছে আপ ও আরজেডি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।