Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়গঞ্জের রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের উপর হামলা, গাছ কর্তন

রায়গঞ্জ( সিরাজগঞ্জ )উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ৫:০৩ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে , তদন্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে, এক কিলোমিটার মাপে প্রায় ৩0 ফিট চুরিকৃত রাস্তার জায়গা বেরিয়ে আসায় নতুন করে রাস্তার কাজ শুরু করতে হয় নুরুল ইসলাম (বুদ্ধুর)এর ঠিকাদারি প্রতিষ্ঠানের l এতে ক্ষিপ্ত হয়ে আমাদের ইনকিলাবের রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি ও রায়গঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের ,নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের সময় গত 1-4 -2020 হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় l এতে করে সাংবাদিকসহ তার চাচাতো ভাই মাহমুদুল হাসান গুরুতর জখম হয় l বিষয়টি তৎক্ষণাৎ রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম কে জানানো হয়- তিনি ঘটনাস্থলে এসআই বিপ্লব বাবুসহ সঙ্গীয় ফোর্স পাঠিয়ে দেয় l ঘটনার সত্যতা পেয়ে থানায় মামলা করতে বলে। পরদিন 2-4 -20 , তারিখে13 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, এরপর থেকে নুরুল ইসলাম (বুদ্ধ) ঠিকাদারের প্রত্যক্ষ মদদে তার চাচাতো ভাই রফিকুল ইসলাম রতি সহ তার বাহিনীর লোকজন সন্ত্রাসী কায়দায় প্রতিনিয়ত মিথ্যা মামলা দেওয়া সহ , মামলা তোলার জন্য হুমকি দিয়ে আসছে, এরই ধারাবাহিকতায় 17 -6 -2020 তারিখে: সাংবাদিক পরিবার করোনার কারণে লকডাউনে বাসার ভেতরে থাকায় রফিকুল ইসলাম রতি নিজে তার বাহিনীর ৬ সদস্য নিয়ে সাংবাদিকের সবগুলো গাছের আম পেড়ে নেয়, এতেও ক্ষান্ত না হয় রফিকুল ইসলাম রতি তার বাহিনী নিয়ে সাংবাদিকের প্রাচীরের ভেতরের গাছের মূল ডাল কর্তন করতে শুরু করে, ঘটনাটি সাংবাদিকের পরিবার জানতে পেরে নাজমুল হোসাইনকে জানায় সাংবাদিক নাজমুল হোসাইন বাসা থেকে বের হয়ে রফিকুল ইসলাম রতির গাছ কাটার ভিডিও ধারণ করে l পুনরায় হুমকি দিচ্ছে যে, পুকুরে বিষ প্রয়োগ করবে, সাংবাদিককে হত্যার পর লাশ গুম করে ফেলবে। স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে রফিকুল ইসলাম রতি ও তার বাহিনী একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে l রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন বিষয়টি উদ্বেগজনক l এটা কোনোভাবেই কাম্য নয় l সাংবাদিকের ওপর এই ঘৃণ্য আচরণের সাথে জড়িত থাকা সকলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা । বিষয়টি নিয়ে ওইদিনই ছয় জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে ওসি মো:শহিদুল ইসলাম ডিউটি অফিসারের মাধ্যমে বলেন করানোর জন্য মামলার কাগজ রেখে যেতে তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ