নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১১ বিশ্বকাপ জয় ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা সময়ের মধ্যে অন্যতম। আবার ওই মুহুর্তটাই অনেকের কাছে, শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে লজ্জাজনক। আর এই বিশ্বাসীদের দলে যারা আছেন, তারা যেন তেন কেউ না। শ্রীলঙ্কার দুই মন্ত্রী আছেন এ তালিকায়, এর মধ্যে একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। অর্জুনা রানাতুঙ্গা। দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমানে যোগাযোগমন্ত্রী ২০১৭ সালে বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত হওয়া উচিত। স্পষ্টতই পাতানো ম্যাচের অভিযোগ তুলেছিলেন ’৯৬ বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। সেই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার করা ২৭৪ রান ভারত টপকেছিল ৬ উইকেট আর ১২ বল বাকি থাকতে।
শুধু রানাতুঙ্গা নন, মাঝে-মধ্যেই এ নিয়ে কথা তোলেন বিশ্লেষকেরা। এবারে সে কথাই আরেকটু সরাসরি করে বললেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগে। সে সময় ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি। সিরিসা টিভিকে আলুথাগমাগে বলেন, ‘আজ বলছি আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি।’
আলুথাগমাগে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদে ছিলেন। এখন আছেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি বলেছেন, সে সময়ের ‘ঘটনা ফাঁস করতে চাননি।’ আলুথাগমাগের ভাষায়, ‘২০১১ তে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বক্রি করেছি। মনে হচ্ছে এখন এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে কিছু জায়গা জড়িত ছিল।’
ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে অবশ্য এমন দাবির বিপক্ষে সব সময়ই শক্তিশালি অবস্থান দেখা গেছে। সেই ফাইনালে ধারাভাষ্য দেওয়া রানাতুঙ্গা পরে বলেছিলেন, ‘হারের পর মেজাজ খিচড়ে গিয়েছিল। সন্দেহ হচ্ছিল। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কী হয়েছিল সেটা অবশ্যই তদন্ত করা উচিত। সব এখন বলতে পারছি না। তবে একদিন বলব। অবশ্যই তদন্ত হওয়া উচিত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।