২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
প্রতিনিয়ত আমাদের নিজেদের অনেকেরই চোখের নিচের অংশ কালচে হয়ে যায়। আবার অনেকেরই একটু ফুলে থাকে। চোখের নিচের কালচে নিয়ে অনেকে হতাশায় ভোগেন। আমারা জানি চোখের নিচের ত্বক অনেক বেশি সংবেদনশীল ও স্পর্শকাতর। এর নিচে বহু মাত্রিক ছোট ছোট রক্তনালি থাকে, যা নানা কারণে ধীরে ধীরে বড় হতে থাকে। এভাবে চোখের নিচের ত্বক কালো হতে থাকে। অনেকের আবার ফ্লুইড জমা হওয়ার কারণে ফুলে গিয়ে চোখের নিচের অংশ কালো হয়।
কারণগুলো হলো ঃ -
* বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়ার মতো চোখের নিচের অংশও পাতলা হয়ে যায়। ফলে উজ্জ্বল হয়ে এর ছাপ পড়ে।
* বংশগত ও পারিবারিক কারণে এমনটি ঘটতে পারে।
* পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল পান, সূর্য্যেরশ্মির প্রভাব ও ধূমপানে এমনটি হয়ে থাকে।
* দীর্ঘদিন অসুখে থাকা, মানসিক চাপ, অ্যালার্জি, ঠান্ডা বা সর্দিজনিত প্রভাবে এমনটি হয়।
* কম দামি প্রসাধন ব্যবহার, অতিরিক্ত চোখ কচলানো, চোখে বেশি প্রসাধনী ব্যবহার।
* দীর্ঘ সময় টিভি দেখা, কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার।
* রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হলেও চোখের নিচে কালো দাগ হতে পারে।
* এছাড়া গর্ভাবস্থা বা ঋতুচক্র, লিভারের সমস্যা, মানসিক চাপ ও শরীরের পানিশূন্যতায় চোখের নিচে কালো দাগ পড়ে।
করণীয় :
ডাক্তারের পরামর্শ নেয়ার আগে আপনি নিজেই চোখের নিচের কালি দূর করতে চেষ্টা চালিয়ে যেতে পারেন।
* রোদে বেরোনোর সময় কালো চশমা ছাড়াও সানস্ত্রিন ব্যবহার করুন।
* মানসিক চাপ থেকে দূরে থাকবেন।
* প্রচুর পানি ও দুধ পান করুন।
* প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই মুখ পরিষ্কার করবেন।
* অনেকেরই চোখ কচলানো একটি বাজে অভ্যাস। এটা পরিহার করা।
* সময় পেলে চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন।
* প্রচুর মৌসুমি শাকসবজি আর ফলমূল খান।
* ধূমপান থেকে বিরত থাকুন।
* রাত জেগে টিভি বা ইন্টারনেট ব্যবহার অথবা রাত জাগার অভ্যাস ত্যাগ করুন।
* সন্ধ্যার পর কফি কম পান করুন।
কখন ডাক্তারের পরামর্শ নিবেনঃ
উপরোক্ত বিষয়াদি পালন করার পরও যদি চোখের নিচের কালো দাগ বাড়তে থাকে ও ফুলা বাড়তে থাকে, হরমোনজনিত অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চোখের নিচের কালো দাগ হয়, চোখের দৃষ্টির ব্যাঘাত ঘটে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন)
ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতাল
কামাল স্কিন সেন্টার ০৭১১৪৪০৫৫৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।