মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন একটি ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, আকারে যেটি চোখের পাপড়ির সমান। তাই খালি চোখেই সেটি দেখা যায়। সিএনএন জানায়, ‘জার্নাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলেছেন বিজ্ঞানীরা। ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের গুয়াদলুপ দ্বীপের ম্যানগ্রোভ বনে ‘থিওমারগারিটা ম্যাগনিফিকা’ প্রজাতির এ ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। এটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আকারে ব্যতিক্রম এ ব্যাকটেরিয়াটির গড় কোষের দৈর্ঘ্য ৯ হাজার মাইক্রোমিটারের বেশি। বেশিরভাগ ব্যাকটেরিয়ার কোষের দৈর্ঘ্য দুই মাইক্রোমিটারের মত হয়। যদিও বড়গুলি ৭৫০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। নতুন ব্যাকটেরিয়াটি ঠিক কতটা বড় তা বোঝাতে যুক্তরাষ্ট্রের সমুদ্র জীববিজ্ঞানী এবং বিজ্ঞানী জ্যঁ-ম্যারি ভল্যাদঁ বুধবার সিএনএনকে বলেছেন, ‘‘এই ব্যাকটেরিয়াটি অন্য প্রজাতির ব্যাকটেরিয়া থেকে কতটা বড় সেটা বোঝাতে আমরা বলতে পারি, এটা মাউন্ট এভারেস্টের সমান লম্বা একজন মানুষ খুঁজে পাওয়ার মত।” সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।