Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফেন্সিডিলসহ নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী আটক

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৫:৪৪ পিএম

নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী মোকছেদ আলীকে ৫৬বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কলেজ স্টেশন পাড়াস্থ তার দোকানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এরআগে কলেজের পশ্চিম গেট এলাকা থেকে চার বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় তাকে।
মোকছেদ কলেজ স্টেশন পাড়া এলাকার মৃত. নকু মামুদের ছেলে।

নীলফামারী থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক হারিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয় কলেজের পশ্চিম দরজা এলাকায়। এ সময় মোকছেদকে আটক করে তার কাছ থেকে চার বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরে তার তথ্যের ভিত্তিতে তার দোকান থেকে আরো ৫২বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, চাকুরীর আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন মোকছেদ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারা তার সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরও বের করা হবে।

এদিকে নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুইয়া জানান, মোকছেদ কলেজের বেসরকারী স্টাফ। নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ