Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে ধর্ষণের চিত্র ভাইরাল করায় ধর্ষককে আটক করেছে পুলিশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৫:৫০ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ধর্ষক সৈয়দ তুরানকে আটক করেছে থানা পুলিশ। এ কারণে বিপাকে পড়েছে ওই কিশোরীর পরিবারসহ আত্মীয় স্বজনেরা। 

জানা গেছে, চলতি মাসের ১০ জুন থেকে এ বিষয়টি এলাকায় আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামে। ওই গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে একই ইউনিয়নের জয়পাশা গ্রামের ১৮ বছরের বয়সী তরুণ সৈয়দ তোরান।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক কিশোরীর এক আত্মীয় জানান, বিষয়টি আমাদের পরিবারের জন্য লজ্জাজনক ও কলংকের একটি বিষয়। লোকজনের সামনে মুখ দেখাতে পারছিনা। আমরা বিষয়টি নিয়ে না পরাছি সহ্য করতে; না পারছি কিছু করতে। আবার সামাজিক মর্যাদার ভয়েও আছি।
ঘটনার সত্যতা নিশ্চিত পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম মিনা বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি নিয়ে ওই কিশোরীর অভিভাবকদের সাথে কথা হয়েছে। ধর্ষীতার পরিবার থানায় মামলা করবেন বলে জানতে পেরেছি।

গতকাল বুধবার দুপুরে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, তুরানকে মঙ্গলবার রাতে বাড়ি থেকে আটক করা হয়েছে তবে ধর্ষীতার পরিবার থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ