Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইটভাটা শ্রমিককে ধর্ষণের পর হত্যা

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:০০ এএম

ইটভাটার ঘরে ঢুকে স্বামীর কাছ থেকে তুলে নিয়ে সন্ত্রাসীরা রিজিয়া খাতুন (২৪) নামে এক নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা করেছে। গত সোমবার যশোরের রাতে বাঘারপাড়া উপজেলার জহুরপুর মামুন লস্কারের ইটভাটায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মামুন লস্কারের ইটভাটায় পাগলাদাহ গ্রামের সহিদ বিশ্বাস ও তার স্ত্রী শ্রমিকের কাজ করতেন। রাতে থাকতেন ইটভাটারই একটি ঘরে। সেখানে রাতে ৩/৪জন সন্ত্রাসী দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামী ও স্ত্রীকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে স্বামীকে ঘরের বের করে দেয়। পরে ইটভাটা ও আশেপাশের লোক নিয়ে এসে দেখতে পান ইটভাটার ঘরে রিজিয়া বেগম মৃত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ