Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০১ এএম

নমুনা প্রদানের পর থেকেই চাই বাড়তি সচেতনতা 

করোনা সংক্রমণ রোধে অধিক হারে টেস্টের যদিও কোনো বিকল্প নেই, তথাপি দেশের সিংহভাহ মানুষ থেকে যাচ্ছেন এর আওতার বাইরে। বর্তমানে সারাদেশে অর্ধশতাধিক পরীক্ষাগারে চলছে করোনা টেস্ট কার্যক্রম। কিন্তু প্রতিদিন যে হারে নমুনা সংগ্রহ করা হচ্ছে ঠিক সে হারে প্রদান করা যাচ্ছে না ফলাফল। প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে করোনা নমুনা প্রদানের পর ফলাফল পেতে ধীর গতি থাকায় অভিযোগের অন্ত নেই। তবে, নমুনা প্রদানের পর থেকে ফলাফল প্রাপ্তির পূর্ব সময় পর্যন্ত একজন রোগীকে বাড়তি সচেতন রাখার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনা সন্দেহে একজন রোগী নমুনা প্রদানের চার থেকে পাঁচদিন পর আসছে ফলাফল, কিন্তু মধ্যবর্তী এ সময়টাতে পরিবারের সদস্যদের সাথে মিশার পাশাপাশি অবাধ বিচরণ করছেন তারা। এমতাবস্থায় যাদের করোনা পজিটিভ আসছে তারা অজানা এক হুমকিতে ফেলে দিচ্ছেন নিজের পরিবার এবং আশপাশের মানুষকে। অতএব, করোনা সংক্রমণ রুখতে নমুনা সংগ্রহের পর থেকে ফলাফল প্রাপ্তির পূর্ব পর্যন্ত বাড়তি সচেতনতা নিশ্চিতকরণে অধিক গুরুত্ব দেয়া প্রয়োজন।
রেদ্বওয়ান মাহমুদ
জকিগঞ্জ, সিলেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন