গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের একটি স্টোররুমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গত রোববার দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাবু, ছাতা ও রেনকোটসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কনেট্র্রাল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত ২ টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। এরপর একে একে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ লাইন্সের ভেতরে একটি স্টোররুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এর ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।