Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দো-মার্কিন ডিএনএ উধাও

দ্য প্রিন্ট | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১২:০০ এএম

ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র একসময় সহিষ্ণু দেশ হিসেবে সর্বজনবিদিত ছিল। কিন্তু এই দুই দেশের সহিষ্ণুতার ডিএনএ উধাও হয়ে গেছে। গত শুক্রবার সাবেক মার্কিন কূটনীতিবিদ নিকোলাস বার্নসের সামনে এই দাবি করেন রাহুল গান্ধী।

করোনা সংক্রমণ কীভাবে গোটা বিশ্বকে প্রভাবিত করেছে, এই সংক্রান্ত আলোচনায় অনলাইনে বৈঠক করেন রাহুল-বার্নস। সেই বৈঠকের মধ্যেই এমন মন্তব্য করেন কংগ্রেসের সংসদ সদস্য।
বৈঠকে রাহুল ইন্দো-ইউএস বর্তমান সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে ইন্দো-ইউএস দ্বিপাক্ষিক সম্পর্ক বৃহত্তর স্বার্থে বাঁধা ছিল। কিন্তু এখন শুধুই প্রতিরক্ষা নির্ভর সম্পর্ক।’

তার যুক্তি, ‘আমাদের সম্পর্ক অটুট। কারণ দু’জনেই সহিষ্ণু রাষ্ট্র। আপনি উল্লেখ করলেন ইউএস অভিবাসীদের দেশ। আমরাও সহিষ্ণু দেশ।’ আমেরিকা জুড়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ। সেই আবহ বিশ্লেষণ করতে গিয়ে রাহুল গান্ধি বলেন, ‘আগে আমরা নতুন ভাবনা গ্রহণ করতাম। আমরা উদার ছিলাম। কিন্তু সেই উদারতার ডিএনএ হারিয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি সেই সহিষ্ণু পরিবেশ আর খুঁজে পাই না। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত; কোথাও সেই পরিবেশ নেই।’

বিজেপির নাম না করে রাহুল কটাক্ষ করে বলেন, ‘আমেরিকায় যারা আফ্রিকান-আমেরিকান বিভাজন করেন আর ভারতে যারা হিন্দু মুসলিম করেন, তারা দেশকে দুর্বল করে। তারাই নিজেদের জাতীয়তাবাদী বলে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ