Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০২ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষতিপূরণ প্রাপ্তি প্রসঙ্গে

জীবনের ঝুঁকি নিয়ে শুরু থেকে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্তদের সেবা ও এতদসংক্রান্ত সরকারি নির্দেশনানুযায়ী সরাসরি দায়িত্ব পালনকালে সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনী এবং প্রশাসনসহ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত কিংবা আক্রান্ত হয়ে মারা গেলে সরকার ক্ষতিপূরণ বাবদ গ্রেডভেদে ৫-১০ লাখ টাকা এবং মারা গেলে ২৫-৫০ লাখ টাকা দেয়ার পরিপত্র জারি করে। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা না হলেও শিক্ষকগণ প্রশাসনিক নির্দেশে মাঠপর্যায়ের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৫০ লক্ষ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর প্রদত্ত ২৫০০ টাকা করে নগদ সহায়তা কার্যক্রমের তথ্য যাচাইবাছাইয়ের কাজও তাঁরা করেছেন। বিদ্যালয় বন্ধ থাকলেও উপবৃত্তির তালিকা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কাগজপত্র অফিসে জমা দেওয়া, ঘরে ঘরে বিস্কুট বিতরণ এবং টিভির পাঠদানের সাথে শিক্ষার্থীদের সংযোগ ও সমন্বয় সাধনসহ দাপ্তরিক বিবিধ গুরুত্বপূর্ণ কাজে শিক্ষকগণ সক্রিয়। ইতোমধ্যে শতাধিক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। জীবনও হারিয়েছেন একাধিক শিক্ষক। তাই শিক্ষকদের মধ্যে যারা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনার শিকার হয়েছেন বা মারা গিয়েছেন তাঁদের করোনাকালীন উল্লিখিত বিশেষ সুবিধা প্রদানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সদাশয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।
আবু ফারুক
সহকারী শিক্ষক,
ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন