মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে দীর্ঘদিন মসজিদে নামাজ আদায় বন্ধ রাখার পর গতকাল বৃহস্পতিবার থেকে মসজিদ উন্মুক্ত করতে শুরু করেছে মিশর। নাগরিকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্বল্প করোনা শনাক্ত অঞ্চলগুলোতে পুনরায় মসজিদে নামাজ আদায় করার অনুমতি দিয়েছে দেশটি। -ইজিপ্ট টুডে
মিশরের বেশ কিছু অঞ্চলে কোভিড-১৯ শনাক্তের হার কম থাকায় বৃহস্পতিবার শর্তসাপেক্ষে বেশ কয়েকটি বড় বড় মসজিদ মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। মিশরের করোনাভাইরাস ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি পুরনায় মসজিদ খোলার সিদ্ধান্তকে অনুমোদন দেওয়াসহ দেশের মসজিদগুলো পুরনায় খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
নামাজ আদায় শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি পরিকল্পনা এবং কিছু বিধিবিধান নির্ধারণ করেছে। এটি আগামী সপ্তাহে দেশটির করোনাভাইরাস ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় জমা দেওয়া হবে। পরিকল্পনার অংশ হিসেবে মন্ত্রণালয় সারা দেশে মসজিদ পরিচালকদের মধ্যে ৩ লাখ ২০ হাজার মিটার নতুন কার্পেট বিতরণ করবে। নামাজের সময় মুসল্লিদের নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে এবং তাদের দাঁড়ানোর জায়গাগুলো নির্দিষ্ট করা হবে ।
মিশরে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭২৬ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩৭৭ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৬৯১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।