Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত উত্তেজনা কমাতে ইতিবাচক বেইজিং-নয়াদিল্লি : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

সীমান্ত উত্তেজনা প্রশমনে ইতিবাচক সিদ্ধান্ত প্রণয়নে উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি ও বেজিং। ৬ জুন পূর্ব লাদাখে হওয়া দুই দেশের শীর্ষ সামরিকস্তরের বৈঠকের অনুমোদন মেনে এই সিদ্ধান্ত। স্পষ্ট করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ঘোষণা করা হয়েছিল, পূর্ব লাদাখ এলাকায় বিতর্কিত অংশগুলো নিয়ে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে দুই দেশের বাহিনীর নিয়ন্ত্রিত ভ‚মিকা পালন করেছে। ৬ জুন হওয়া বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মেনে এই দ্বিপাক্ষিক উদ্যোগ।

তার একদিন বাদে ফের একই ধ্বনি শোনা গেল চীনের তরফে। এই বিষয়ে বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন; ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা শিথিল করতে উভয় পক্ষ পদক্ষেপ নিচ্ছে’। স¤প্রতি ক‚টনৈতিক ও সামরিক স্তরে ঐক্যমতে পৌঁছাতে বিস্তর আলোচনা করেছে দুই দেশ। সেই আলোচনা থেকে গৃহিত ঐকমত্যকে বাস্তবায়িত করতে সক্রিয় ইন্দো-চীন। এদিন জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

১০ হাজার বাহিনীসহ সামরিক সজ্জা নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরে গেছে পিপলস লিবারেশন আর্মি। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বুধবার এমন দাবি করা হয়েছে। সা¤প্রতিক দ্বিপাক্ষিক সামরিক আলোচনায় পূর্ব লাদাখের তিনটি এলাকা থেকে সরে আসার ব্যাপারে সহমত পোষণ করেছে। সেই সহমতের ভিত্তিতে ইন্দো-চীন বাহিনী এলএসি বরাবর পিছনে সরার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের জেরে অনেকটাই কমেছে সীমান্ত। উত্তেজনা দ্বিপাক্ষিক স্তরে আত্মবিশ্বাস বাড়াতে ৬ জুন এই বৈঠক হয়েছিল। তারপর রোববার থেকে ধীরে ধীরে সরতে শুরু করেছে দুই দেশের সামরিক বাহিনী। জানা গেছে, এলএসি বরাবর গালওয়ান উপত্যকা, পেট্রলিং পয়েন্ট ১৫ আর হটস্প্রিং এলাকার পেট্রলিং পয়েন্ট ১৭ থেকে সরতে শুরু করেছে বাহিনী। সূত্র : এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ