মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনলাইনে খাবারের অর্ডার নিয়ে গ্রাহকদের ঠকানোর অভিযোগে দুই রেস্টুরেন্ট ব্যবসায়ীকে প্রায় দেড় হাজার বছরের কারাদন্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।
অনলাইনে অর্ডার দিয়ে ল্যামগেট সিফুড রেস্টুরেন্ট গ্রাহকদের খাবার সরবরাহ করেনি। এমনকি তারা টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানায়। কমপক্ষে ২০ হাজার মানুষের কাছে অর্ডার নিয়ে ৫০ মিলিয়ন বাথের খাবার বিক্রি করেন তারা।
কিন্তু রেস্টুরেন্টটির দুই মালিক ঘোষণা দেন, গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম নন তারা। এক পর্যায়ে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়েই রেস্টুরেন্টটি বন্ধ করে দেন মালিকরা। এতে কর্তৃপক্ষের কাছে রেস্টুরেন্টটির বিরুদ্ধে অভিযোগ জানান কয়েকশ’ ব্যক্তি।
এই ঘটনায় রেস্টুরেন্টটির দুই মালিককে গ্রেফতার করা হয়। এরপর অভিযোগ শুনানি শেসে তাদের প্রত্যেককে এক হাজার ৪৪৬ বছর করে কারাদন্ড দেন আদালত। তবে প্রতারণার অভিযোগে এত বেশি সাজা থাইল্যান্ডে নতুন ঘটনা নয়। এর আগেও কয়েকশ’ বছরের কারাদন্ড দেয়ার ঘটনা ঘটে দেশটিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।