Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

তুরস্কে প্রশিক্ষিত আফগান মহিলা পুলিশ কর্মকর্তা অপরাধ দমন দায়িত্বে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০১ এএম

আফগানিস্তানের মহিলা পুলিশ বিভাগের এক অফিসারকে প্রথমবারের মতো প্রত্যন্ত খোস্ত প্রদেশের অপরাধ দমন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। তুরস্ক থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন এই মহিলা পুলিশ অফিসার। কর্মকর্তাটির নাম জালা জাজাই। দায়িত্ব গ্রহণের আগে তিনি তুরস্কের পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। খোস্ত প্রদেশে তালেবানরা ব্যাপকভাবে তৎপর। শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণ এই পুলিশ অফিসার তার সাধ্য মতো দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। টুইটারে জাজাই তার দায়িত্ব পালনের পথে সাংস্কতিক বাধার কথা তুলে ধরে বলেন: চমৎকার খোস্ত প্রদেশে আজ থেকে আমি দায়িত্বপালন শুরু করেছি। পশতুন ও ঐতিহ্যবাহী সমাজে দায়িত্ব পালন সহজ নয়। তবে দেশের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। এই নিয়োগ সামাজিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। কেউ সাংস্কৃতিক যুক্তিতে এর বিরোধিতা করছেন। আবার কেউ কেউ লিঙ্গসমতার প্রশ্নে এর পক্ষে কথা বলছেন। আনাদোলু এজেন্সি, এসএএম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ