Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রেই পুলিশি নির্যাতন বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০১ এএম

বিশ্বের সব দেশের চেয়ে যুক্তরাষ্ট্রেই পুলিশি নির্যাতন-নিপীড়ন বেশি। এমনকি অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় নির্বিচারে গুলি করে হত্যা, হেফাজতে হত্যা ও আটক-গ্রেফতার বেশি করে মার্কিন পুলিশ। আর পুলিশের এসব নিপীড়নের সবচেয়ে বড় শিকার দেশটির কৃষ্ণাঙ্গ অধিবাসীরা। বর্ণবৈষম্য ও নাগরিক অধিকার বঞ্চনার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে শ্বেতাঙ্গ অধিবাসীদের চেয়ে কয়েকগুণ অত্যাচার সহ্য করতে হয় কৃষ্ণাঙ্গদের। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তুমুল বিক্ষোভের মধ্যে সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফ্লয়েড হত্যায় ন্যায়বিচারের দাবিতে গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ছোট-বড় প্রতিটি শহরে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রে প্রত্যেক বছর শত শত মার্কিনি পুলিশের হাতে নির্মম হত্যাকাÐের শিকার হয়। অন্যান্য উন্নত রাষ্ট্রে এমন ঘটনা খুবই বিরল। তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, মার্কিন পুলিশ জি-৭ ভুক্ত দেশগুলোর চেয়ে অনেক বেশি সংখ্যায় গুলি করে হত্যা, আটক-গ্রেফতার ও বন্দি করে থাকে। সম্পদের পরিমাণ, বাক-স্বাধীনতা ও গণতন্ত্রের স‚চকগুলোতে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে কিংবা সমান সমান। কিন্তু পুলিশের কর্মকাÐ, সম্পদের সুষ্ঠু বণ্টন ও ন্যায়বিচারের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যুক্তরাষ্ট্র। কৃষ্ণাঙ্গ আমেরিকানরাই এর সবচেয়ে বড় ভুক্তভোগী। বিশদ তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানের মাধ্যমে এই বৈষম্যের চিত্র তুলে ধরেছে প্রতিবেদন মতে, পুলিশ হেফাজতে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রেই। ২০১৫-১৬ সালের এক পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে অস্ট্রেলিয়ার দ্বিগুণ ও ব্রিটেনের ছয়গুণ মানুষের মৃত্যু হয়েছে। সিএনএন বলেছে, উন্নত দেশগুলোতে আটক-গ্রেফতার, হেফাজতে মৃত্যু ও কারাবন্দিদের তথ্য-উপাত্ত তেমন গোছালোভাবে পাওয়া যায় না। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ