গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
এবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হোস্টেলে এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে।
বদরুন্নেসা কলেজ হলের ২০০৭ নম্বর কক্ষের ছাত্রী লাইজু আক্তারের অভিযোগ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের জন্মদিনে চাঁদা তোলার বিষয়ে নেতিবাচক খবর প্রচার করার সন্দেহে লাইজুকে হল থেকে বের করে দিতে চায় সাইমুনের কর্মীরা। লাইজুর দাবি, শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় সাইমুনের কর্মীরা তার রুমে এসে ভাঙচুর চালায়। আটকে রেখে ছিনিয়ে নেয় তার মোবাইল। এক পর্যায়ে তাঁকে ধাক্কা দেয় বলেও অভিযোগ লাইজুর। এ সময় ধারণ করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, কয়েকজন ছাত্রী কক্ষে এসে লাইজুর সিট ও পড়ার টেবিলে তছনছ করে।
আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই দখল চেষ্টা বলে অভিযোগ লাইজুর। অভিযোগের প্রেক্ষিতে সাইমুন বলেছেন, তার কর্মীরা কী করেছেন, সে বিষয়ে তিনি মাথা ঘামাতে চান না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।