Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ পেট্রোলিয়াম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১:৪১ পিএম

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সঙ্কটে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমে গেছে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে। ব্রিটিশ পেট্রোলিয়াম এর প্রধান নির্বাহী বার্নাড লুনি এ কথা জানান। তিনি জানান, ২০২০ সালের মধ্যেই ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।
প্রধান নির্বাহী বার্নাড লুনি জানান, এখন ব্রিটিশ পেট্রোলিয়ামে (বিপি) ৭০ হাজার কর্মী রয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ১৫ শতাংশ কর্মী কমিয়ে ফেলা হবে।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতির কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) থেকে কর্মী ছাঁটাই হতে পারে-সে ইঙ্গিত এপ্রিলেই দেয়া হয়েছিল। সে সময় করোনা সঙ্কটের কথা উল্লেখ করে জানানো হয়েছিল যে, ২০২০ সালের ব্যয় ২৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এ কারণেই ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হবে। সূত্র : লাইভ মিন্ট, বিবিসি
করোনা সংক্রমণের কারণে লাগাতার লকডাউনে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। ধস নেমেছে আন্তঃদেশীয় থেকে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায়। প্রায় ৩ মাস ধরে যাত্রিবাহী বিমান পরিষেবা বন্ধ। সেইসঙ্গে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। সংগত কারণেই বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যায়। যার ফলে, তেল সংস্থাগুলির উপরও চাপ বাড়ে। লকডাউন শিথিল হতে শুরু করলেও এ ক্ষতি কবে পুষিয়ে নেওয়া যাবে, তা কারওর পক্ষেই বলা সম্ভব নয়। যে কারণে ব্রিটিশ পেট্রোলিয়ামকে কর্মীসংকোচন করার সিদ্ধান্ত নিতে হল। বিশ্বের ছোট বড় সব এয়ারলাইন্সগুলিও হাজার হাজার কর্মী ছাঁটাই করছে।
জাতিসংঘের বিশ্ব পর্যটন বিষয়ক সংস্থা বলছে, চলতি বছর আন্তর্জাতিক পর্যটন কমতে পারে ৭০ শতাংশ পর্যন্ত। এ জন্য এয়ারলাইন্সগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে।
ব্রিটিশ পেট্রোলিয়ামের মতো ব্রিটিশ এয়ারওয়েজও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ৩২ হাজার কর্মী ছাঁটাই করতে পারে আইরিশ রায়ান এয়ার, জার্মানির লুফথানসা, ফ্রান্সের এয়ারফ্রান্স।
ইউরোপের বৃহত্তম এয়ারলাইন্স লুফথানসা ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে। ভার্জিন আটলান্টিক ছাঁটাই করবে ৩ হাজার কর্মী। ক্ষতি কাটিয়ে উঠতে এয়ারপোর্ট থেকে মূল্যছাড় প্রত্যাশা করছেন কিছু ইউরোপীয় এয়ারলাইন্স। তবে টিকে থাকার লড়াইয়ে রাশিয়ার অ্যাভিয়েশন খাত পর্যাপ্ত সরকারি সাহায্য পাচ্ছে ।
এদিকে, কোভিড সংক্রমণের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রায় ৯৬ শতাংশ যাত্রিবাহী বিমান পরিষেবা কমেছে। তবে, সরকার ২,৫০০ কোটি ডলার আর্থিক অনুদান দেওয়ায়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মী ছাঁটাই করতে পারবে না মার্কিন কোনও এয়ারলাইন্স। তাই অক্টোবরে ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। ১২ হাজারের উপর কর্মী ছাঁটাই হবে। আমেরিকান এয়ারলাইন্সও ৩০ শতাংশ, অর্থাৎ ৫ হাজার কর্মী ছাঁটাই করবে। কাতার এয়ারওয়েজ, এয়ার এশিয়াও কর্মী ছাঁটাই করবে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানাচ্ছে, ২০২৩ সালের আগে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না বিশ্বের এভিয়েশন খাত। কোভিড-১৯ লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ খাতের লোকসানের পরিমাণ দাঁড়াতে পারে ৩১ হাজার ৪০০ কোটি ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাঁটাই

৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ