মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যে সিভিল সার্ভিসের ৯১ হাজার চাকরি ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ট্যাক্স কাটার জন্য বিলিয়ন মুক্ত করতে মন্ত্রীদের এ আদেশ দেন তিনি। বৃহস্পতিবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার মিডল্যান্ডসে ‘জীবনযাত্রার খরচ’ শীর্ষক মন্ত্রিসভার এক বৈঠকে জনসন তার শীর্ষ দলকে নির্দেশ দিয়ে বলেছেন, যেন পরিশ্রমী পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কমাতে তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করা হয়। সিভিল সার্ভিসের আকার বর্তমান মোটের প্রায় এক পঞ্চমাংশ কমানোর পরিকল্পনা নিয়ে আসতে মন্ত্রীদের এক মাস সময় দেওয়া হয়েছে। যা বছরে প্রায় ৩.৫ বিলিয়ন পাউন্ড (৪.২৭ বিলিয়ন ডলার) সাশ্রয় করবে। বরিস জনসন বলেন, ‘প্রতিটি পাউন্ড সরকার করদাতাদের কাছ থেকে প্রি-এম্পট করে। যা তারা তাদের নিজস্ব অগ্রাধিকার এবং নিজেদের জীবনের জন্য ব্যয় করতে পারে।’ আরও বেশি সংখ্যক কর্মকর্তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার প্রয়োজনীয়তার বিষয়েও নিশ্চিত রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ডেইলি মেইলকে বলেন, ‘আমাদের অফিসে এবং কর্মক্ষেত্রে প্রবেশের অভ্যাস ফিরে পেতে হবে। অনেক লোক থাকবে, যারা আমার সঙ্গে একমত নন। তবে আমি বিশ্বাস করি যে লোকেরা যখন অন্য মানুষের সংস্পর্শে থাকে, তখন তারা আরও উৎপাদনশীল, উদ্যমী ও ধারণায় পূর্ণ হয়।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।