Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুম-কলেই সাড়ে ৩ হাজার কর্মী ছাঁটাই করল উবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৫:৩০ পিএম

অ্যাপ ভিত্তিক রাউডিং পরিষেবা প্রতিষ্ঠান উবার তাদের ৩ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করেছে। প্রায় তিন মিনিটের একটি সংক্ষিপ্ত ভিডিও কলে সংস্থাটির গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো এই সংবাদ জানিয়েছেন। কর্মী ছাঁটাইয়ের এই পদ্ধতিতে তুমুল সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি।

সম্প্রতি ভিডিও কলিং প্ল্যাটফর্ম জুম-এর মাধ্যমে সংস্থার কর্মীদের ছাঁটাই করার কথা ঘোষণা করেন উব্‌রের গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো। প্রায় তিন মিনিটের ওই ভিডিও কলের মাধ্যমেই সংস্থার প্রায় ১৪ শতাংশ কর্মীকে এক ধাক্কায় সরিয়ে দেয়ার কথা জানান তিনি। ওই ভিডিয়ো কলে তিনি বলেন, ‘গ্রাহক পরিষেবা দেয়ার জন্য একেবারে অগ্রভাগে থাকা সাড়ে তিন হাজার জনকে আমরা সরিয়ে দিচ্ছি। (সংস্থায়) আপনাদের যথেষ্ট অবদান রয়েছে এবং আজই উবারের সঙ্গে আপনাদের শেষ দিন।’

এই ঘোষণা করার সময়ই কান্নায় ভেঙে পড়েন রাফিন। পরে তিনি স্বীকারও করেন যে, এ ধরনের খবর দেয়াটা তার কাছে যথেষ্টই কঠিন ছিল। ছাঁটাই হওয়া কর্মীদের ধন্যবাদ দিয়ে তাদের বকেয়া মেটানোর কথাও বলেছেন রাফিন। লকডাউনের ফলে বহু সংস্থাই কর্মী ছাঁটাই করছে। তবে কর্মীদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেয়া হলেও যে ভঙ্গিতে তাদের সরানো হল, তা নিয়ে প্রবল তোপের মুখে পড়েছে উবার। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উবার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ