Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্প ন্যু’য়ে ফিরতে মরিয়া মেসি

শঙ্কা উড়িয়ে দিলেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

হালকা চোটে মাঠে ফেরা নিয়ে সংশয় আছে লিওনেল মেসির। কিন্তু প্রিয় আঙিনায় ফিরতে তর সইছে না তার। ক্যাম্প ন্যু’য়ের মাঝখানে দাঁড়ানো দুটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে সেই আকুলতার কথা জানিয়েছেন বার্সেলোনার অধিনায়ক।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মধ্য মার্চ থেকে স্থগিত থাকা লা লিগা প্রায় তিন মাস বিরতি শেষে পুনরায় মাঠে ফেরার অপেক্ষায়। আগামী ১১ জুন রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগা। বার্সেলোনার ম্যাচ অবশ্য ১৩ জুন। রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবে কিকে সেতিয়েনের দল। ১৬ জুন চেনা আঙিনা ক্যাম্প ন্যু’য়ে পুনরায় শুরু হওয়া লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসিরা।
বার্সেলোনার ফুটবলারদের ছুটির দিন ছিল রোববার। আগের দিন ক্যাম্প ন্যু’য়ে লেনসন সেমেদোর সঙ্গে আলাদা অনুশীলন করেন মেসি। এর আগের দিন শুক্রবার দলের আর্জেন্টাইন তারকার ডান ঊরুর মাংসপেশিতে হালকা চোটের খবর দেয় ক্লাব।
বার্সেলোনা যদিও আশাবাদী, কিন্তু চোটের কারণে মায়োর্কার বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এর মধ্যে ইনস্টাগ্রামে ঘরের মাঠে খেলতে নামার ব্যকুলতা জানালেন দলটির অধিনায়ক, ‘সত্যিই আমি এই জায়গাটা মিস করেছি। আবারও এখানে খেলার জন্যে আমার তর সইছে না।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৯ গোল করেছেন মেসি। করিয়েছেন ১২টি। ২৭ রাউন্ডে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তার দল বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এমন এক তারকাকে ছাড়া মাঠে নামতে হবে তা ভাবতেই পারছেন না কিকে সেতিয়েনও। মায়োর্কার বিপক্ষে প্রিয় শিষ্যর খেলা নিয়ে ওঠা শঙ্কাও উড়িয়ে দিলেন বার্সেলোনা কোচ। জানালেন, ম্যাচ খেলতে সম্পূর্ণ প্রস্তুত এই ফরোয়ার্ড। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সেতিয়েন জানান, এই ফরোয়ার্ডের বর্তমান অবস্থা, ‘কেবল মেসি নয়, অন্যান্য খেলোয়াড়রাও হালকা চোটের কারণে অনুশীলন করেনি। বেশ কয়েক জনের এই সমস্যা হয়েছে। লিওর ক্র্যাম্প আছে, তবে গুরুতর নয়। আমার মনে হয়, সে এখন পুরোপুরি ঠিক আছে এবং তার কোনো সমস্যা নেই। বাকি খেলোয়াড়দের বিষয়টাও তাই। দেখা যাক, লিগ কীভাবে এগোয় আর পরিস্থিতি কি দাঁড়ায়।’
লিগে এখনও ১১ রাউন্ডের খেলা বাকি। সব ম্যাচেই অধিনায়ককে চান কাতালান ক্লাবটির কোচ, ‘সামনে আমাদের অনেক ম্যাচ আছে আর স্কোয়াডটাও বেশ ছোট। অবশ্যই আমি মেসিকে সব সময় মাঠে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ