Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ বিশ্বকাপ পেছানের পক্ষে ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের মহামারির কারণে স্থবির পরিস্থিতিতে থমকে আছে ক্রিকেট। যদিও করোনা সংকটের মধ্যেই সামনের জুলাইতে দর্শকবিহীন মাঠে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে একের পর এক সিরিজ স্থগিতের মধ্যে আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও শঙ্কার কালো মেঘ। আসর নিয়ে সংশয়ে খোদ আয়োজক অস্ট্রেলিয়া। বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বকাপের বাস্তবতা দেখছেন না। সেই তালিকায় যোগ হলেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
জৈব সুরক্ষিত পরিবেশে দর্শকবিহীন মাঠে খেলাকে আপাতত বাস্তবতা ধরা হলেও বিশ্বকাপের মতো আসর এই পরিস্থিতিতে সম্ভব না বলে মনে করেন ওয়াসিম। পাকিস্তানের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা এই বোলার জানান, আমেজহীন পরিবেশে বিশ্বকাপ করা যায় না, ‘আমার মনে হয় না এটা কোনো ভালো আইডিয়া। মাঠে দর্শক ছাড়া বিশ্বকাপ আয়োজন করা কীভাবে সম্ভব? বিশ্বকাপ মানেই হইরই ব্যাপার, বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসেন তাদের দলকে সমর্থন করতে। দর্শকবিহীন মাঠে সেই আমেজের কিছুই থাকবে না।’
আপাতত বিশ্বকাপ আয়োজনের চিন্তা থেকে সরে এসে তাই আইসিসিকে অপেক্ষা করার পরামর্শ ওয়াসিমের, ‘আইসিসি একটা ভালো সময়ের অপেক্ষা করতে পারে। এই মহামারির প্রকোপ কমে গেলে, বিশ্বে নিষেধাজ্ঞা শিথিল হলে তখন বিশ্বকাপ নিয়ে ভাবা যেতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ