পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
তরুণদের ফেসবুক আসক্তি
আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারীদের বেশিরভাগই ছাত্রছাত্রী ও তরুণ। পারস্পরিক যোগাযোগ ও বার্তা আদান-প্রদানে ফেসবুকের জুড়ি নেই। তবে এর ব্যবহারে সুফল থাকলেও পাশাপাশি রয়েছে ভয়াবহ কুফল। সঠিক নজরদারি না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ বাড়ছে। রাত জেগে ফেসবুকে মূল্যবান সময় নষ্ট করে নিজের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যেরও ক্ষতি করছে অনেকে। এতে তরুণ প্রজন্মের একটা বড় অংশ নিজেদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, আপত্তিকর মন্তব্য প্রদান, অনলাইনে নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন সামাজিক অপরাধেও জড়িয়ে পড়ছে অনেকে। তরুণদের এই আসক্তি থেকে মুক্ত করা না গেলে জাতি বৃহদাকারে ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষেত্রে পরিবারকেই সচেতন ও কঠোর হতে হবে। তার সঙ্গে সরকারকেও অবশ্য এ আসক্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মো. আল-আমিন মিয়া
বাহুবল, হবিগঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।